চুলের যত্নে স্পা করেন অনেকে। বিভিন্ন সময়ে ব্যস্ততার কারণে পার্লারে গিয়ে স্পা করার সময় থাকে না। চুলের ঝলমলে ভাব ফেরাতে শুধু শ্যাম্পু ব্যবহারে কাজ হয় না। তখন চুল রুক্ষ হয়ে পড়ে, খুশকির সমস্যা বেড়ে যায়। তবে এর সমাধান দিতে পারে কলা। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা, মসৃণভাব ও ঘনত্ব আনতে কলার বিকল্প নেই। চুলের যত্নে কলা এবং টকদই দারুণ জুটি। চুলকে মসৃণ ও নরম করতে কলা এবং টকদই ব্যবহার করতে পারেন। একটি বাটিতে দুটি পাকা কলা, পরিমাণমতো টকদই নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করলে বেশ ভালো উপকার পাবেন। চুলের সমস্যা দূর করতে কলার সঙ্গে মধুর ব্যবহারে সুন্দর হবে চুল। মাথার ত্বকের শুষ্কতা দূর করতে এটি বেশ ভালো কাজ করে।...