প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মী মো. মোতাহার হোসেনের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। শনিবার (৪ অক্টোবর) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোতাহার হোসেনকে দেখতে যান তিনি।এ সময় মোতাহার হোসেনের তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল সমর্থকরা এই হামলা চালিয়েছে।এর আগে শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার লস্করপুর বাজারে স্থানীয় বিএনপি নেতা ইমদাদ মাস্টারের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। এ ছাড়াও ইমদাদ মাস্টারের দুই ছেলে আরাফাত, শাফাত ও স্থানীয় বিএনপি নেতা রিফাদ, ইফাদ, রবি, নুর মিয়া এবং ওমরের নেতৃত্বে হামলা চালানো হয়।জানা গেছে, শুক্রবার বিকেলে তেরখাদা উপজেলার লস্করপুর বাজার ও তার আশপাশের এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।...