বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২ জন শিক্ষককে এ বছর গুণী শিক্ষক সম্মননা দেওয়া হয়েছে। রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। প্রাথমিক শিক্ষা স্তরে এ বছর গুণী শিক্ষক সম্মাননা পেয়েছেন রাঙামাটির শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইফফাত জাহান। মাদরাসার ইবতেদায়ী ক্যাটাগরিতে পাবনা কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মো. রিজাউল করিম। দাখিল মাদরাসা পর্যায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডোবাগাঁও বহরুল উলুম দাখিল মাদরাসার সহকারী সুপার মো. আব্দুর রহিম। কারিগরির মাধ্যমিক ও কলেজ পর্যায়ে নেত্রকোনার দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী সম্মাননা পেয়েছেন। মাদরাসার আলিম বা উচ্চমাধ্যমিক স্তরে রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, কারিগরির উচ্চশিক্ষা...