ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ে বিগত সরকারের সময়কার দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরী।রোববার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, "বিগত সরকারের আমলে অপ্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষা ব্যবস্থায় জিপিএ-৫ এর চটক, অবকাঠামোগত ও আর্থিক অনিয়ম এবং এমপিওভুক্তিতে দলীয় বিবেচনার মতো বিষয়গুলো এই শ্বেতপত্রে উঠে আসবে।"তিনি আরও জানান, মানসম্মত ও নির্ভুল পাঠ্যপুস্তক প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি এনসিটিবির (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) জন্য নতুন বিধিমালা তৈরির কার্যক্রমও চলছে।বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের বিষয়ে তিনি বলেন, “অভ্যুত্থানের পর থেকে শিক্ষা মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে...