আটককৃতরা হলো, শার্শার গোড়পাড়া গ্রামের শাজাহান সরদারের পুত্র মহিনুর রহমান ও ঝিকরগাছার কৃঞ্চনগর গ্রামের মৃত রতন কুমার দাসের পুত্র সুব্রত দাস। এ সময় পালিয়ে যায় দক্ষিন বুরুজ বাগান গ্রামের অপর মাদক ব্যবসায়ী মাসুম ওরফে মাসুদ। শার্শা থানা পুলিশ সুত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এএসআই আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে দক্ষিন বুরুজবাগান গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় তিন মটরসাইকেল আরােহীকে পুলিশ চ্যালেঞ্জ করলে একজন পালিয়ে গেলেও পুলিশ ২ মাদককারবারিকে আটক করে তাদের দেহ তল্লাশীচালিয়ে উক্ত মাদক ও মাদক বিক্রির টাকা জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী মহিনুর রহমান এর বিরুদ্ধে ৪টি ও সুব্রত দাস এর রিরুদ্ধে পূর্বের ২ টি মাদক মামলা রয়েছে। পলাতক আসামী মাসুমের নামে রয়েছে এক ডজনেরও বেশি মাদক মামলা। Your email address will not...