রাজধানীর ধানমন্ডিতে সুধাসদনের পেছনের লেক থেকে ওমর ফারুক (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে লেকে অচেতন অবস্থায় ওই তরুণের শরীর ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ধানমন্ডি থানা পুলিশ পৌনে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহত ওমর ফারুক হাজারীবাগ বউবাজার ট্যানারি মোড় এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে। পরিবারের বরাত দিয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান বলেন, সকালে খবর পেয়ে ধানমন্ডি-৫ নম্বর রোডে নায়রী রেস্টুরেন্টের পাশে লেক থেকে ওমর ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে তিনি বেকার ছিলেন। এসব নিয়ে শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে রাগারাগি হয় তার। ওইদিন বিকেল ৩টার দিকে খাবার খেয়ে বাসা থেকে বেরিয়ে যান ওমর৷...