০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পিএম নাটোর শহরের লালবাজারের নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৬) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাস্কর বাগচী একই এলাকার চান্দু বাগচীর ছেলে। আইন পেশার পাশাপাশি তিনি জেলা হিন্দু মহাজোটের সভাপতি হিসেবে দায়িত্বপালন করতেন এবং নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘ইঙ্গিত থিয়েটার’-এ অভিনয় করতেন। নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ভাস্কর বাগচীর স্ত্রী, ছেলে ও মেয়ে বাইরে থেকে বাসায় ফিরে সিঁড়িঘরের রডের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ছুটে আসেন। গভীর রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক...