শারদীয় দূর্গাৎসবে পূজামণ্ডপে অসুরের মুখে দাঁড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার পেছনে 'ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন’ দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, "ফ্যাসিস্ট ও সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছে। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধন ছিল।" ‘সারাদেশে ৭৯৩টি মণ্ডপে’ অসুরের মুখে দাঁড়ি লাগানো হয়েছিল বলে তথ্য দেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা কিছু চিহ্নিত করেছি। তদন্ত চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।" রোববার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, অস্ত্র লুট, রাকসু নির্বাচন, রোহিঙ্গা শারদীয় দুর্গোৎসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতের পশ্চিমবঙ্গে একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা...