বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা হয়নি। তিনি বলেন, গত ১৫-১৬ বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমার বিশ্বাস আমরা যদি শিক্ষাব্যবস্থায় সেই ব্যবস্থা গড়ে তুলতাম যেখানে শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ রয়েছে। তারা ছাত্রদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে পারে বিজ্ঞান ও সাহিত্য চর্চার ক্ষেত্রে। বিগত সময় প্রশিক্ষণের সুযোগ তৈরি হয়নি। শুধু লোক দেখানো কাজ করা হয়। বিএনপির এই নেতা বলেন, আমরা একটি দুঃসহ পরিস্থিতি পার করে এসেছি। এখন সেই স্বপ্ন পূরণ করতে হবে যারা রেসিং কার তৈরি করেছে তাদের মননের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেটি বাস্তবায়ন হলে...