ছোটপর্দায় একদশক আগেও তুমুল ব্যস্ত ছিলেন সুমাইয়া শিমু। তার অভিনীত বহু নাটক দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু বিয়ের পর এই অভিনেত্রী অভিনয় থেকে অনেকটা দূরে। স্বামী, সংসার, সন্তানদের নিয়ে তার দিন কাটে। কয়েকমাস আগে নুহাশ হুমায়ূন পরিচালিত একটি ওটিটি কনটেন্টে দেখা গিয়েছিল শিমুকে। সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা যায়, মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে। সেখানে শিমু জানালেন কেন তাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না। ”আগের মতো ওভাবে কাজ করা হয় না। সময়ের সাথে সাথে অনেককিছু পরিবর্তন হয়। আগে অন্য কাজ কম প্রাধান্য দিয়ে অভিনয়কে প্রাধান্য দিতাম। সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয়েছে। জীবনের এই সময়ে এসেছে সময়গুলো অন্যদিকে দিতে হয়। এজন্য আগের মতো দর্শক আমাকে স্ক্রিনে দেখেন না। এটা নিয়ে প্রায়ই আমাকে মানুষ অনেক কিছু বলেন। তবে...