সচিবালয়সহ সারা দেশে পলিথিন এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক (একবার ব্যবহার্য প্লাস্টিক) ব্যবহার বন্ধ করতে আজ রোববার থেকে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। এই নজরদারি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া আগামী ১ জানুয়ারি থেকে সচিবালয় সিঙ্গেল ইউজ সব ধরনের প্লাস্টিক সামগ্রি ব্যবহার নিষিদ্ধ থাকবে। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহারকে নিষিদ্ধ করে এরই মধ্যে মনিটরিং করা হচ্ছে মন্ত্রনালয় থেকে। এবার ৫ অক্টোবর থেকে পলিথিনসহ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারকে নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার পরিবেশ...