পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন যে, বিগত সরকারের আমলে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প জনগণের মতামত ছাড়াই গৃহীত হয়েছে। এ সময় বন মন্ত্রণালয়ের ওপর চাপ দিয়ে বনভূমি ছাড় করানো হয় বলেও মন্তব্য করেন তিনি। গুলশানের এক হোটেলে রবিবার (৫ অক্টোবর) ‘রিজনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স’ আয়োজিত এ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা তার বক্তব্যে বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের আলোচনা ছাড়া, জনগণের মতামত ছাড়াই হয়েছে। এমনকি সরকার বন মন্ত্রণালয়কে চাপ দিয়ে বনভূমি ছাড়তেও বাধ্য করেছে। এটাই কি গণতন্ত্র? আমরা কি ‘না’ বলার অধিকার হারিয়ে ফেলেছি? সৈয়দা রিজওয়ানা হাসান জানান, গত এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি ও ভুল বিনিয়োগের বোঝা জনগণের কাঁধে চাপানো হয়েছে, যা কখনো শোধরানো হয়নি। জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই বিদেশি বিনিয়োগ আনার ফলে দেশের নিরাপত্তা,...