এশিয়া কাপের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে জিতেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ রোববার (৫ অক্টোবর) মুখোমুখি হবে দুদল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। প্রথম দুই ম্যাচেই পরিস্থিতি কঠিন করে জিতেছে বাংলাদেশ। যেখানে অনায়াসে জয় পাওয়া যেত, সেখান থেকে দুই ম্যাচেই চেপে বসেছিল হারের শঙ্কা। বোলাররা প্রতিনিয়ত ভালো করলেও, ব্যাটাররা দিতে পারছেন না আস্থার প্রতিদান। উইকেট পড়া শুরু হলে আসা-যাওয়ার মিছিলে যোগ দেওয়ার পুরোনো বদঅভ্যাস এখনও সঙ্গী বাংলাদেশের। বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক অবশ্য খুশি। দল হিসেবে বাংলাদেশ ভালো করছে বলেই মনে করেন তিনি। পিচের সুবিধা বোলাররা ভালোভাবে লাগিয়েছেন বলেও জানান। জাকেরের মতে, ‘ভালো লাগছে। গত দুই ম্যাচে দল হিসেবে...