নেপালে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে আর হড়কা বানে কয়েকটি সেতু ভেসে গেছে। এসব দুর্যোগে দেশটিতে ৩৬ ঘণ্টার মধ্যে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রোববার দেশটির আর্মড পুলিশ বাহিনীর মুখপাত্র কালিদাস ধাউবোজি জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় জেলা ইলামে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। উদয়পুর জেলায় হড়কা বানে নয়জনের মৃত্যু হয়েছে আর দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মধ্যে বজ্রপাতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) মুখপাত্র শান্তি মাহাত রয়টার্সকে বলেছেন, “তাদের সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।” কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসে বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে, বন্যায় অনেকগুলো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে; এতে শত শত যাত্রী বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। কাঠমাণ্ডু বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা বলেছেন, “অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর...