০৫ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে করে ভারতীয় জিরা বহনের ঘটনায় ৩ জনকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে বহনকারী ভ্যানটি। একই সাথে জব্দের তালিকায় রয়েছে ২০ বস্তা জিরা। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। আজ (রোববার, ৫ অক্টোবর) বেলা দেড়টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অলিপুর ক্যাম্পের চেকপোস্টের তল্লাশিতে এ অবৈধ মাল উদ্ধারের ঘটনা ঘটে। ঢাকামুখী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্ভাড ভ্যানে ( ঢাকা মেট্রো ট ১১-৭১৯৪) এ সন্দেহ হলে, থামিয়ে তল্লাশি চালায় অলিপুর ক্যাম্প চেকপোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা। এসময় অবৈধভাবে ভারতীয় থেকে নিয়ে আসা জিরার চালান উদ্ধার করতে সমর্থ হয় পুলিশ। উদ্ধারকৃত SURAJ Company এর জিরা মোট বস্তা ২০টি। প্রতি বস্তায় ৩০ কেজি হিসেবে উদ্ধারকৃত জিরার পরিমাণ মোট...