বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে রোববার (৫ অক্টোবর) বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।আগামী ৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা রয়েছে।আদালতে আবেদনের পক্ষে ছিলেন নাখালপাড়া ক্রিকেটার্স এর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের...