ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের যুদ্ধংদেহী মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যদি ভারত আবারও হামলার চেষ্টা করে, তবে এবার তারা নিজেদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে।’ রোববার (৫ অক্টোবর) ভোরে নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি এই জবাব দেন। খাজা আসিফ তার পোস্টে লিখেছেন, ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্য তাদের হারানো সুনাম পুনরুদ্ধারের একটি ব্যর্থ প্রচেষ্টা। ০-৬ ব্যবধানে এত বড় পরাজয়ের পর, যদি তারা আবার চেষ্টা করে, তাহলে ফলাফল আল্লাহর ইচ্ছায় আগের চেয়ে অনেক ভালো হবে। ইতিহাসের সবচেয়ে খারাপ পরাজয়ের পর ভারতের জনমত যেমন সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল, তেমনি মোদী এবং তার দলের ওপর তাদের সুনাম হারানোর চাপ নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট। পাকিস্তান আল্লাহর নামে নির্মিত একটি রাষ্ট্র। আমাদের রক্ষকরা...