নির্মম এক ট্র্যাজেডির ভেতর থেকেও মানবতার অনন্য আলো ছড়িয়ে গেলেন মাইলস্টোন স্কুলের দুই শিক্ষিকা। আগুনের লেলিহান শিখার মাঝেও তারা নিজেদের জীবনকে তুচ্ছ করে ছুটে গেছেন শিক্ষার্থীদের পাশে। শিশুদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে নিজেরাই হয়েছেন আগুনে দগ্ধ, হার মানেননি দায়িত্ববোধ আর মমতায়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা ছিলেন রক্ষাকবচ, সন্তানের মতো করে আগলে রেখেছিলেন শিক্ষার্থীদের। জীবন দিয়ে জীবন বাঁচানোর এই মহৎ আত্মত্যাগ আজ ছুঁয়ে গেছে পুরো জাতিকে— গড়ে তুলেছে ভালোবাসা, ত্যাগ আর সাহসের এক অমর দৃষ্টান্ত। গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর ভয়াবহ আগুনের ঘটনায় দগ্ধ হয়েছিলেন দুই নিবেদিতপ্রাণ শিক্ষিকা— মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম নিপু। ঘটনাটি সারা দেশে পরিচিত হয়েছে ‘মাইলস্টোন ট্র্যাজেডি’ নামে। সেদিন স্কুলের ক্লাস প্রায় শেষ হয়ে এসেছে। প্রতিদিনের...