পিরোজপুর শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান (৭৫) পিরোজপুরের শিক্ষা অঙ্গনে এক বিশেষ নাম। তিনি শুধু একজন শিক্ষক নন, অনেকের কাছে তিনি পথপ্রদর্শক ও অনুপ্রেরণা। জীবনের আট দশকেরও বেশি সময় ব্যয় করেছেন শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য। দীর্ঘ শিক্ষকতা জীবনে শত শত শিক্ষার্থীর জীবন গড়ে দিয়েছেন তিনি। ১৯৭৪ সালে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। ১৯৭৮ সালে গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে চার বছরের কাছাকাছি সময় শিক্ষকতা করেন। এরপর নিজ এলাকার শিক্ষা উন্নয়নে কাজ করতে চলে আসেন পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলে। এখানে এসে এই এলাকার শিক্ষাঙ্গনে করেন অভাবনীয় পরিবর্তন। তিনি যখন কদমতলা জর্জ হাই স্কুলে আসেন তখন এই স্কুলটি ছিল...