ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি আবাসিক স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।গত সোমবার বিকেলে জাভা দ্বীপের একটি বহুতল আবাসিক স্কুল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। ধসের সময় সেখানে বিকেলের নামাজ আদায়ের জন্য কয়েক শ কিশোর শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। ভবনটির উপরের তলায় তখন নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।ইন্দোনেশিয়ার জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর ইয়ুধি ব্রামান্ত্যো এক বিবৃতিতে জানান, রোববার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০৪ জনকে জীবিত এবং ৩৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনও ২৬ জন নিখোঁজ, যাদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে।তিনি আরও জানান, শনিবার পর্যন্ত...