গাজীপুরের কালিয়াকৈরে ইউটিউব ও ফেসবুকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে ল্যাংড়া শফিকসহ প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন মোসলেম উদ্দিন মৃধা। এ সময় তিনি বলেন, গত ২০২৫ সালে আমরা কালিয়াকৈর উপজেলার হিজলহাটি মৌজায় ১৩ শতাংশ জমি খলিল গংদের কাছ থেকে ক্রয়ের মাধ্যমে ভোগ-দখল করে আসছি। আমাদের নামে ওই জমির নামজারী ও খাজনা পরিশোধ করা আছে। কিন্তু ইমান আলী গং ওই জমির দাবী করে জবর দখলের চেষ্টা চালালে আদালতে ১৪৫ ধারায় মামলা করি। পরে উপজেলা ভুমি অফিস তদন্ত করে আমাদের পক্ষে প্রতিবেদন দেয়। কিন্তু গত ৭/৮ দিন ল্যাংড়া শফিক প্রতিপক্ষের পক্ষ নিয়ে এ বিষয়ে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী আখ্যা দিয়ে...