মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দখলদার ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের হামলা চালানো বন্ধ করার আহ্বান জানানো সত্বেও শনিবার ভোর থেকে দখলদার ইসরাইলি বোমা হামলায় সেখানে কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। হামাস কর্তৃপক্ষের অধীনে থাকা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, ‘আজ ভোর থেকে চলমান দখলদার ইসরাইলি বোমা হামলায় ৫৭ জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল গাজা সিটিতেই ৪০ জন নিহত হয়েছে।’ গাজায় গণমাধ্যমের বিধিনিষেধ ও অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নাগরিক প্রতিরক্ষা সংস্থা বা দখলদার ইসরাইলি সেনাবাহিনী প্রদত্ত নিহতের সংখ্যা ও বিবরণ যাচাই করতে পারছে না। বাসাল বলেন, গাজা সিটির নিহতদের মধ্যে ১৮ জন নগরীর আল-তুফা পাড়ায় আব্দুল আল পরিবারের বাড়িতে দখলদার ইসরাইলি হামলায় নিহত হয়েছে। গাজার প্রধান...