০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনা ঘটেছে । এসময় ডাকাতরা দোকান থেকে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের ছুরিকাঘাতে দোকানের মালিক শুভ দাস (৩৫) গুরুতর আহত হয়েছেন।এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে শহরের স্বর্ণকার পট্টিতে অবস্থিত পান্ডব ভবনের নিচতলায় শুভ জুয়েলার্সের দোকানে। আহত শুভ দাস বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তিনি পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।তার গ্রামের বাড়ি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ দাস দীর্ঘদিন ধরে ওই স্থানে স্বর্ণের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শনিবার রাত প্রায় সাড়ে...