বান্দরবানের লামা সরই ইউনিয়নের টঙ্গঝিরি এলাকায় গভীর রাতে চাঁদাবাজির সময় তিনজন পাহাড়ি চাঁদাবাজকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, বান্দরবান সদরের উজুমুখ হেডম্যান পাড়ার বোক্য মার্মা (৩৪) পিতা: ছোরি মং মার্মার, মেনযুক মোং (৩৫) আলীকদম রেফারফাড়ি, ১নং ওয়ার্ড, চৈক্ষং ইউনিয়নের মেনওয়াই ম্রোং এর ছেলে ও রাঙামাটি কাপ্তাই থানার রায়খালি ইউনিয়নের বাসিন্দা অংথোয়াই প্রু মার্মার ছেলে মংচিং থোয়াই মার্মা (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টঙ্গঝিরি এলাকাসহ সরই ইউনিয়নের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। ঘটনার রাতে তারা আবারও চাঁদাবাজির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হলে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘিরে ফেলে এবং সাহসিকতার সঙ্গে তিন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের লামা থানা...