এক দশক পর গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের কার্যক্রম শুরু করেছে এবং আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ পেশ করবে। মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে সুপারিশ তৈরি করা হবে, যাতে নতুন স্কেলে মূল বেতন প্রায় দ্বিগুণ হতে পারে এবং সেই হিসেবে ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা ও সর্বনিম্ন গ্রেডের বেতন ১৬ হাজার ৫০০ টাকা হতে পারে। বেতন কাঠামো চূড়ান্ত করার আগে কমিশন ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে উন্মুক্ত মতামত গ্রহণ করছে এবং প্রতিবেশী দেশগুলোর কাঠামো পর্যালোচনা করছে। এছাড়াও, বর্তমান ২০টি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা কমানো এবং...