ইসরায়েলের হাতে আটক ১৩৭ জন মানবাধিকার কর্মী শনিবার নির্বাসনের পর তুরস্কে পৌঁছেছেন। এদের মধ্যে দুজন অভিযোগ করেছেন, আটকাবস্থায় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগেই জানিয়েছিল, আটক ব্যক্তিদের ওপর নির্যাতনের খবর ‘পুরোপুরি মিথ্যা’। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইস্তানবুল বিমানবন্দরে অবতরণকারী এই ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। বাকি সকলে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক। গ্রেটার সঙ্গে ‘অমানবিক আচরণ’, অভিযোগ সহ-আন্দোলনকারীদের আটক ব্যক্তিদের মধ্যে মালয়েশীয় নাগরিক হাজওয়ানি হেলমি ও মার্কিন নাগরিক উইনফিল্ড বিভার রয়টার্সকে জানান, থানবার্গকে হেফাজতে রেখে ধাক্কা দেওয়া হয় এবং জোর করে তাকে ইসরায়েলের পতাকা পরানো হয়। “পুরো ব্যাপারটা...