সদ্য প্রকাশিত টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট) প্রতিবেদনে সিরিয়াল/সিরিজের শীর্ষ তালিকায় আছে দীপ্ত টিভির নাটক। দীপ্ত টিভিতে প্রচারিত মেগা সিরিয়াল ‘খুশবু’ আছে টিআরপির প্রথম স্থানে। যা প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ও রাত সাড়ে ১০টায়। সাজ্জাদ সুমনের পরিচালনায় খুশবু’ নাটকটি লিখেছেন আসফিদুল হক ও মো. মারুফ হাসান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাচ্ছে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও। আরো আছেন দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মৌ। ডাবড সিরিয়াল সুলতান সুলেমান কোসেম আছে দ্বিতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ১০টায়। মেগা সিরিয়াল মান-অভিমান আছে তৃতীয় স্থানে। প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৮টায়।...