০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম রাশিয়া আবারও ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। শনিবার গভীর রাতে পোল্যান্ড সীমান্তের কাছে লাভিভ অঞ্চলে রুশ বাহিনী একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং একাধিক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবার রাতভর এই হামলা চলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পোল্যান্ড সীমান্তঘেঁষা লাভিভ শহরে। রাশিয়ার এই হামলার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের প্রতিরক্ষা স্থাপনা ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, লাভিভে এটি ছিল সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। হামলার সময় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, শনিবার রাতভর দেশজুড়ে আকাশে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জন শোনা যায়।...