০৫ অক্টোবর ২০২৫, ০২:২৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০২:২৮ পিএম দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক কার্যক্রমকে ‘আগ্রাসনের প্রস্তুতি’ আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ‘বিশেষ অস্ত্র’ মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুদের জবাবে নেওয়া এই পদক্ষেপ নতুন করে বাড়িয়ে তুলেছে কোরীয় উপদ্বীপে উত্তেজনা। রোববার (৫ অক্টোবর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় বিপুল অস্ত্র মজুদ করেছে এবং সেখানে প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এদের কাজ— পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করা। এই অবস্থায়, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপান যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে উত্তর কোরিয়া নিজের সীমান্তজুড়ে কৌশলগত ‘বিশেষ অস্ত্র’ স্থাপন করেছে। কিম জং উনের ভাষায়,...