লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম। ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে আহত হয়েছেন তিনজন। রোববার সকালে সাড়ে ৮টার দিকে শুরু হয়ে তিন-চার মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন। তিনি বলেন, “ঝড়ে মুহূর্তের মধ্যে মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামসহ আশপাশের অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে গেছে ঘরের টিন, ভেঙে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক লাইন।” এ সময় টিনের আঘাতে আহত হয়েছেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান জানান, সকালে মাঝারি বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তেই টিনশেড ঘর, আধাপাকা ভবন ও গুদামঘরগুলো ভেঙে যায়। “ঝড়টি খুব অল্প সময়...