বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতে পারবেন না সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। রোববার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ এ আদেশ দেন। আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান। এই ১৫ ক্লাবের কাউন্সিলররা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়িরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আরও পড়ুনবিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না সেই ১৫ ক্লাবের কাউন্সিলররাবিসিবি নির্বাচনে নতুন মোড় : ফের বাতিল হতে পারে ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ওইদিন ১৫ ক্লাবের কাউন্সিলরদের...