বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি ৫ অক্টোবর রবিবার সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন। রাষ্ট্রদূত সাক্ষাৎকারের শুরুতেই আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে মতবিনিময় হয়। দুপক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন এবং দেশটিতে বিনিয়োগ বৃদ্ধি আশা করেছেন। বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র...