বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। জামায়াত ইসলামীসহ ইসলামি দলগুলো যে দাবি করছে, তা বাস্তবায়ন করতে হলে আরপিওসহ সংবিধান সংশোধন করতে হবে। আর নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা সম্ভব না। তাই আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী করতে হবে।’ শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবিএম মোশাররফ বলেন, ‘পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গত ৫ আগস্টের পর সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা শান্তিতে রয়েছেন। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ক্ষমতায় না থেকেও দলের নেতা-কর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মতের ও দলের মানুষকে নিয়ে কলাপাড়ায় সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করেছে।’ ‘আওয়ামী লীগের আমলে ডিজিটাল নিরাপত্তা...