
ঢাকা: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। যুক্তরাজ্য, স্পেন, ইতালি, পর্তুগালসহ বিভিন্ন দেশের বড় বড় শহরে অনুষ্ঠিত হয় এসব মিছিল ও সমাবেশ।স্পেনের রাজধানী মাদ্রিদ এবং দ্বিতীয় বৃহৎ শহর বার্সেলোনায় শনিবার আয়োজিত বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগেই। অন্যদিকে, ইতালির রোম এবং পর্তুগালের লিসবনে হঠাৎ করে বিক্ষোভের ডাক আসে গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে ইসরায়েলি বাহিনীর আটকের পর।বার্সেলোনা থেকে যাত্রা শুরু করা এই নৌবহরটি গাজার ওপর আরোপিত অবরোধ ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু ভূমধ্যসাগরে ইসরায়েলি বাহিনী তা আটক করে। এতে থাকা ৪৫০ জন মানবাধিকারকর্মীর মধ্যে ৪০ জনের বেশি স্পেনের নাগরিক, যাঁদের একজন বার্সেলোনার সাবেক মেয়র।এদিকে, গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইতালিতে শুক্রবার এক দিনের সাধারণ ধর্মঘট পালন করেছেন প্রায় ২০...