বাংলা সংগীতের ইতিহাসে কিংবদন্তি পপ তারকা মাহফুজ আনাম জেমস। ভক্তদের কাছে যিনি ‘গুরু’, ‘নগরবাউল’ ও ‘ঝাঁকড়া চুলের গিটারম্যান’ নামে পরিচিত। জেমসকে বারবারই নিজেকে মিডিয়া থেকে দূরে রাখেন। তাকে নিয়ে অনেক কথাই এখনো অজানা। তবে মাঝে মধ্যে শুনলে এই সময়ের অনেকের কাছেই বিস্ময় লাগে। এই যেমন জেমস মঞ্চে পারফর্ম করছেন গলায় গামছা। কিন্তু এই গামছা কেন নিলেন? এর পেছনে পাওয়া গেল একজন মাটির মানুষ জেমসের গল্প। আরও জানা গেছে, জেমসের পথের বাপই বাপরে মনা, পথের মা-ই মা গানের উৎস্থল। সম্প্রতি এসব গল্প শুনিয়েছেন আলোকচিত্রশিল্পী নজরুল সৈয়দ। জেমসের জন্মদিন স্মরণে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, সাভারের অরুণাপল্লীতে আমার নিজের বাড়ির সমপর্যায়ে একটা বোনের বাড়ি আছে; যেখানে যখন খুশি গিয়ে দিনমান ল্যাটাতে পারি, গান শুনতে আর সিনেমা দেখতে পারি, কফিতে চুমুক দিতে দিতে...