কিশোরগঞ্জ:হাওরের জনপদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন। এখানে দীর্ঘদিন বিএনপির রাজনীতি আবর্তিত হয়েছে এক নামকে ঘিরে—অ্যাডভোকেট ফজলুর রহমান। দলের চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা, জনপ্রিয় হলেও সমালোচনারও শিকার তিনি। তিন মাসের জন্য তাঁর পদ স্থগিত হওয়ার খবরে যেন রাজনৈতিক অঙ্গনে নতুন স্রোত বয়ে গেছে।দলীয় মনোনয়ন নিশ্চিত ভেবে বসে থাকা অনেকেই এখন লড়াইয়ে নামতে শুরু করেছেন। হাওরের এই আসনে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় একে একে যুক্ত হচ্ছেন নতুন নতুন নাম। সর্বশেষ যোগ দিলেন আরেক ফজলুর—মো. ফজলুর রহমান শিকদার।শনিবার ( ৪ অক্টোবর) দুপুরে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিলেন, তিনিও বিএনপির মনোনয়ন চাইছেন। এর মধ্য দিয়ে তালিকায় নাম উঠল আটজনের।ফজলুর রহমান শিকদার দলে অপরিচিত নন। জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক থেকে শুরু করে আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক—দীর্ঘদিন ধরে তিনি মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে...