মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের ভয়ে ইসরাইল আবারও উদ্বিগ্ন হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে দেশটির বিরোধী দলের এক শীর্ষ নেতা সরাসরি ইসরাইলি নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার আশঙ্কা, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর প্রভাব খাটিয়ে ইরান আবারও একটি আকস্মিক হামলা চালাতে পারে। বিরোধী নেতার কঠোর সতর্কবার্তাইসরাইলের বিরোধীদলীয় সংসদ সদস্য এবং ইসরাইল বেইতেন দলের প্রধান আবিগদোর লাইবারম্যান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি মনে করেন, যারা ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়েছে বলে ধরে নিচ্ছেন, তারা নিজেদের এবং অন্যদের ভুল পথে চালিত করছেন। লাইবারম্যানের দাবি, চলতি বছরের জুনের সংঘাতের পর ইরান দ্রুত তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং পারমাণবিক সাইটগুলোতেও কাজ শুরু করেছে। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ইরান 'সারপ্রাইজ অ্যাটাক'-এর...