মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আনার কাজে জড়িত ছয় সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। শনিবার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। আটকরা হলেন— মিস্ত্রিপাড়ার প্রবাসী মোহাম্মদ আখেরের স্ত্রী শামসুন্নাহার, বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত জালালের স্ত্রী হোসনে আরা, শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের মৃত সৈয়দ আকবরের স্ত্রী নুরুন্নিসা, ২০ নম্বর ক্যাম্পের আবুল হাসেমের ছেলে মোহাম্মদ ইসমাইল, জামতলি ১৫ নম্বর ক্যাম্পের আবু সামাদের ছেলে হারুন এবং ২৬ নম্বর ক্যাম্পের সৈয়দ আহমেদের ছেলে ইউসুফ আলী। অভিযান চলাকালে কালু মিয়া ও হাশেম মোল্লাসহ চক্রের আরও চারজন সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক। আশিকুর রহমান জানান, সাগরপথে মিয়ানমার থেকে রোহিঙ্গা নাগরিকদের দেশে...