ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় রিকশাচালক খোকন মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার ভোরে জেলা উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার এবং তাঁর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো। পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার করমা গ্রামে রিকশাচালক মো. খোকন মিয়াকে (৪৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে তাঁকে হাত-পা ভেঙে ও লাঠিসোটা দিয়ে পেটানো...