রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।” শিক্ষা উপদেষ্টা বলেন, “বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর মাধ্যমে প্রক্রিয়া শুরু হয়েছে, যা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাতা ও প্রণোদনা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, পাঠ্যবইয়ের মান ও নির্ভুলতা নিশ্চিত করতে এনসিটিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলছে। এসএসসি পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। “আগের মতো অযথা উচ্চ নম্বর আর দেওয়া হবে না, এবং এই নীতি ভবিষ্যতেও বজায় থাকবে,”...