চট্টগ্রাম:‘তিন পার্বত্য জেলায় প্রায় তিন হাজারের কাছাকাছি হত্যা হয়েছে। প্রতিবছর ৭০০ কোটি টাকা চাঁদা উত্তোলন করে, যেগুলো দিয়ে এলাকার উন্নয়ন করতে পারতো।কিন্তু তারা সেগুলো ব্যয় করে অস্ত্র কেনায়’। ‘আদিবাসী বললেই বস্তা ভর্তি টাকা আসে।দেশে ৫০টা জাতি আছে, শুধু মুসলিম ছাড়া সবাই মিলে জোট হয়। কেন? আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে একজাতি। কেউ আদিবাসী নয়, আমরা সবাই বাংলাদেশি। একটা ভিনদেশী সন্তু লারমার সাথে কিভাবে চুক্তি করে শেখ হাসিনা। শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট সন্তু লারমা’। রোববার (৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা করা এবং ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান শীর্ষক সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক থোয়াইচিং মং শাক এসব কথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান...