চট্টগ্রাম:সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিকের ৪১ ওয়ার্ডে ক্লিন গ্রীন ও হেলদি সিটি করতে হলে আমাদের একতা প্রয়োজন। হেলদি সিটির সঙ্গে ৪১ ওয়ার্ডের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য, সাম্য প্রতিষ্ঠায় আমি সবসময়ই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।জাতি ধর্ম বর্ণ ও সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে সবকিছু সম্ভব এই চট্টগ্রাম শহরে। শনিবার (৪ অক্টোবর) হাটহাজারীর আমান বাজারে ‘পরিবর্তন’ শ্রীশ্রী সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়া সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরিবর্তন সংগঠনের প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম প্রতিদিন’র উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। তিনি বলেন, আমার ৫৪ বছর বয়সে এমন সুন্দর ও সুষ্ঠু পূজা দেখিনি। দুর্গাপূজার পরপরই চট্টগ্রামে প্রথম বিজয়া সম্মিলন করলো ‘পরিবর্তন’। ধর্ম মন্ত্রণালয় গত বছর দুর্গাপূজায় ৪ কোটি টাকার...