বগুড়ার শিবগঞ্জে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা রেজ্জাকুল ইসলাম রাজুকে পুলিশের কাছ থেকে তার স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চক ভোলাখাঁ গ্রামে এই ঘটনা ঘটে। রেজ্জাকুল ইসলাম রাজু শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগসহ মোট ১২টি মামলা রয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাজু পলাতক ছিলেন। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে...