গত শুক্রবার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা মেনে গাজার সব জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য তারা রাজি আছে। তবে তারা গাজা নিরস্ত্রীকরণ ও বিদেশি প্রশাসন প্রতিষ্ঠার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছে এবং এসব প্রশ্নে আলাপ-আলোচনায় আগ্রহ দেখিয়েছে। হামাসের এই অবস্থান প্রকাশের পরই একই দিন নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি দেন, আর ট্রাম্প সতর্ক করে বলেন—যুদ্ধবিরতি প্রস্তাবে পুরোপুরি রাজি হওয়ার ক্ষেত্রে হামাস যদি বিলম্ব বা অনীহা দেখায়, তা তিনি সহ্য করবেন না।এর আগে হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি পোস্ট দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইসরায়েলকে গাজায় হামলা স্থগিত রাখার আহ্বান জানান, যাতে জিম্মিদের মুক্তি নিরাপদভাবে নিশ্চিত করা যায়। তবে এসব কূটনৈতিক প্রক্রিয়া চলতে থাকলেও গাজায় ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনা বন্ধ হয়নি।এদিকে, আগামীকাল...