বিশ্বের অনেক বৈজ্ঞানিক উদ্ভাবনই আগে থেকে পরিকল্পনা করে হয়নি, এগুলো ঘটেছে হঠাৎ করেই, একেবারে আকস্মিকভাবে। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক প্রযুক্তিই ভুলবশত উদ্ভাবন হয়েছে। যেমন– মাইক্রোওয়েভ ওভেন, ইংকজেট প্রিন্টার বা ভেলক্রো। তবে ইতিহাস বদলে দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবনগুলোর একটি এসেছে একজন জার্মান পদার্থবিদের হাত ধরে। যিনি আসলে এমনটি উদ্ভাবনের কথা চিন্তাই করেননি। ১৮৯৫ সালে উইলহেল্ম কনরাড রন্টজেন একদম কাকতালীয়ভাবে উদ্ভাবন করেন এক্স-রে, যা যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে চিকিৎসা ও বিজ্ঞানের জগতে। চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় রন্টজেন খ্যাতির পিছনে ছুটছিলেন না বলেই প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট স্ল্যাশ গিয়ার। তিনি কাজ করছিলেন ক্যাথোড রশ্মি নিয়ে। ক্যাথোড রশ্মি হল ইলেকট্রনের এক তরঙ্গ, যা ভ্যাকুয়াম টিউবের ভেতর দিয়ে প্রবাহিত হয়। ইউরোপজুড়ে অনেক পদার্থবিদই তখন এটি নিয়ে গবেষণা করছিলেন। কিন্তু রন্টজেনের পরীক্ষার সময় এমন কিছু একটা ঘটল,...