ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ব্রাজিলের শুরুটাই ছিল হোঁচট দিয়ে। মেক্সিকোর বিপক্ষে ২-২ গোলের ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা সেলেসাওরা পরের ম্যাচে মরক্কোর কাছে খাদের কিনারে চলে যায়। এমন অবস্থায় দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না ব্রাজিলের। কিন্তু জয়টা আর আদায় করতে পারেনি সেলেসাওরা, স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিলের যুবারা। ব্রাজিলের দুঃস্বপ্নের রাতে ঠিকই জয় আদায় করেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ১-০ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে উঠেছে আকাশি সাদারা। যুবাদের এ বিশ্বকাপ শুরু হয়েছিল ১৯৭৭ সাল। তখন এর নাম ছিল ফিফা যুব চ্যাম্পিয়নশিপ। সেই থেকে আগের ১৯ বার এ টুর্নামেন্টে অংশ নিয়ে ৫ বার চ্যাম্পিয়ন...