গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক অধিকারকর্মীরা ইসরায়েলের কারাগারে রাখা হয়েছে। ফ্লোটিলায় প্রায় ৪৭০ জন আন্তর্জাতিক অধিকারকর্মী ছিলেন। আটককৃতদের মধ্যে ইতালি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, মালয়েশিয়া, লিবিয়া, কুয়েতসহ বহু দেশের নাগরিক রয়েছেন। মানবাধিকার সংস্থা ‘আদালাহ’ জানিয়েছে, আটক অধিকারকর্মীদের প্রাথমিকভাবে খাবার ও ওষুধ সরবরাহ করা হয়নি। কেউ কেউ ৪৮ ঘণ্টার বেশি সময় খাবার ছাড়া কারাগারে ছিলেন। একই সঙ্গে অনিরাপদ বা নিম্নমানের পানি সরবরাহ করা হচ্ছে। আটককৃতদের বেশিরভাগকে দক্ষিণ নেগেভ মরুভূমিতে কেটজিওট কারাগারে রাখা হয়েছে। ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার ৪২টি জাহাজকে অবৈধভাবে আটক করেছে। এর মধ্যে ১৩৭ জনকে ইতিমধ্যে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। আটকদের মধ্যে ইতালির চারজন—যারা মূলত সংসদ সদস্য—দ্রুত নির্বাসনের জন্য দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাদের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে...