চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সি গ্রুপে ছিল ব্রাজিল। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, মরক্কো ও মেক্সিকো। তবে সবাইকে অবাক করে দিয়ে পরের রাউন্ডে উঠেছে মরক্কো ও মেক্সিকো। তৃতীয় স্থান পাওয়া স্পেনও সেরা তৃতীয় দল হিসেবে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। ব্রাজিল টুর্নামেন্ট শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২–২ ড্র দিয়ে। এরপর মরক্কোর বিপক্ষে ২–১ গোলের পরাজয় তাদের অবস্থান কঠিন করে তোলে। তবুও দ্বিতীয় স্থান বা সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে ওঠার সম্ভাবনা টিকে ছিল। কিন্তু শনিবার রাতে স্পেনের বিপক্ষে ১–০ গোলের হার সেই আশাও শেষ করে দেয়। ম্যাচের ৪৭ মিনিটে ব্রাভোর একমাত্র গোলেই নির্ধারিত হয় ফলাফল। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠা সেলেসাওরা সমতায় ফিরতে ব্যর্থ হয়। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।...