অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ উড়োজাহাজের জরুরি র্যাম এয়ার টারবাইন (র্যাট) অবতরণের সময় হঠাৎ সক্রিয় হয়ে যায়। তবে সবকিছু স্বাভাবিক থাকায় উড়োজাহাজটি বার্মিংহামে নিরাপদে অবতরণ করেছে বলে শনিবার (৪ অক্টােবর) এক বিবৃতিতে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার এআই ১১৭ ফ্লাইটের ফাইনাল অ্যাপ্রোচের সময় উড়োজাহাজের র্যাট সক্রিয় হয়। সাধারণত ইঞ্জিন বা ইলেকট্রনিক–হাইড্রোলিক সিস্টেম পুরোপুরি অকেজো হলে র্যাট স্বয়ংক্রিয়ভাবে চালু হয় এবং বাতাসের গতিকে ব্যবহার করে জরুরি বিদ্যুৎ সরবরাহ করে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, উড়োজাহাজের বৈদ্যুতিক ও হাইড্রোলিক সবকিছুই স্বাভাবিক ছিল এবং যাত্রীদের কোনো ঝুঁকি হয়নি। তবে উড়োজাহাজটি আপাতত গ্রাউন্ডেড করে রাখা হয়েছে এবং বার্মিংহাম–দিল্লি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন এয়ার ইন্ডিয়ার আরেকটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজ...