পুরুষদের এশিয়া কাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট বিশ্ব আরও একটি ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনায় ভাসছে। আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এর মঞ্চে আজ ঘণ্টাদুয়েক পরেই কলম্বোয় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রানের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ভারতীয় দল দারুণ ছন্দে রয়েছে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হতাশাজনকভাবে হেরেছে পাকিস্তান। নারী ওডিআই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড এক কথায় নিখুঁত। এখন পর্যন্ত চারবারের সাক্ষাতে প্রতিবারই জয় পেয়েছে ভারত। এই পরিসংখ্যান মাথায় রেখেই আজ মাঠে নামছে হারমানপ্রীত কৌরের দল। ম্যাচের আগে উত্তাপ এবং দলের মানসিকতা নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারমানপ্রীত বলেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি এবং সবসময় এমন ম্যাচের অংশ হতে চেয়েছি। আমরা...